গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জোবায়ের রাশেদ। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ও ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারেরা দীর্ঘদিন ধরে এসব এলাকায় স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিল। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মাঝে মাঝে এসব স্থাপনা উচ্ছেদ করলেও কিছু দিন পর আগের অবস্থায় ফিরে যায় বলে অভিযোগ রয়েছে।