গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আকরাম শরীফ নামে এক ব্যক্তির মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আকরাম শরীফ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভোরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ভ্যান্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো। হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, আকরাম শরীফ টুঙ্গিপাড়া থেকে করোনায় আক্রান্ত হন। এরপর ২৯ মে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে ভ্যান্টিলেশনে আইসিইউতে রাখা হলে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।