গোপালগঞ্জে উপজেলা যুবলীগ নেতা রাসেল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৯ জুলাই রাতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন খালু মাহামুদ কাজী ও অজ্ঞাতনামা বেশ কয়েকজন সন্ত্রাসী সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা উপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে স্থানান্তর করা হলে সকালে তিনি মারা যান।




















