গোপালগঞ্জের ৫ উপজেলায় ৭৮৭টি গৃহ একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
শনিবার ভিডিও কনফারেন্সের গোপালগঞ্জের ৫ উপজেলায় ৭৮৭টি গৃহ একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসকের কায্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযর্ক্রমের আওতায় এসব গৃহ নির্মাণ করা হয়েছে। গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। গৃহহীনদের মধ্যে এসব ঘর বিতরণ শেষ হলে তারা মাথা গোঁজার ঠাঁই পাবেন বলে তিনি জানান।