গোপালগঞ্জের ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের কাজ চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের ৭শ’ ৮৭টি ভূমিহীন পরিবারকে আবাসন দিতে দুই শতাংশ জমিতে ঘর নির্মাণের কাজ চলছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে গোপালগঞ্জ চলমান গৃহনির্মাণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক এ তথ্য জানান। এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।