গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

- আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
পুলিশ, গেল ১৯ জুলাই বিকেলে পাড়াকাটা গ্রামের কিশোররা দু’ভাগে ভাগ হয়ে ফুটবল খেললে জয় পরাজয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকালে স্থানীয় সজল গাইনের সাথে জামাল মল্লিকের কথা কাটাকাটি হয়। পরে দু’দল গ্রামবাসী বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ, কনস্টেবল মহাসীন গাজী ও মাহাবুবুর রহমানসহ ৩৫ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।