গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রাখার ঘটনায় ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৬৯১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রাখার ঘটনায় ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ফায়ারিং স্কোয়াডে আদেশ কার্যকরের করতে রায় দেন বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।
দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১’এ মামলার ১৪ আসামির মধ্যে উপস্থিত ছিলো ৯ জন। ৫ জন এখনও পলাতক। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভুঁইয়া। অন্যদিকে, অভিযোগ প্রমাণ হয়নি দাবি করে সবার খালাস আশা করছিলেন আসামিপক্ষের আইনজীবী। ২০০০সালের ১৯শে জুলাই কোটালিপাড়ায় একটি কলেজ মাঠের পাশে থেকে ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার হয়। পরের দিন ওই মাঠে শেখ হাসিনার বক্তব্য দেয়ার কথা ছিল। এই ঘটনায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতা ও বিস্ফোরক আইনে মোট তিনটি মামলা করে পুলিশ।























