গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে বুথ চালু করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে বুথ চালু করা হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়ায় করোনা জীবাণুমুক্তকরণের চারটি টানেল উদ্বোধন করা হয়েছে।
সকালে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা কালেকশনের বুথ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। এ সময় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ কাইয়ূম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা: মুহাম্মাদ ইকবাল খান ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টুঙ্গিপাড়া থানার সামনে সমাজসেবক মোহাম্মদ ইমরান শেখের অর্থায়নে করোনা জীবাণুমুক্ত করার ৪টি টানেল স্থাপন করা হয়েছে।