গোপালগঞ্জে ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ থেকে অস্ত্রসহ ৭ ডাকাত আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইমাদ পরিবহনের একটি নৈশ কোচে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকা থেকে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে খুলনার দু’টি কাউন্টার থেকে গ্রেফতারকৃত ৭ ডাকাত যাত্রী সেজে বাসে ওঠে। বাসের মধ্যে তাদের গতিবিধি সন্দেহ হলে বাসটি ফকিরহাট থেমে বিষয়টি ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশকে জানায় চালক। রাত পৌনে ১টায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকা থেকে ভাঙ্গা হাইওয়ে থানা, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অভিযানে সাতটি দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।























