গেল ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরো ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ১৪০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৭ জনে। আর আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখের কাছাকাছি।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত ১ হাজার ১৪০ জনকে শনাক্ত করা হয়। চট্টগ্রামে চার, ঢাকা, রংপুর ও রাজশাহীতে এক জন করে মারা গেছেন। আক্রান্তের দিক থেকে আজকের পরিসংখ্যানটি গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৮ সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১০ জন। এরপরে আজকের আগে একদিনে শনাক্ত হাজারের ঘরে পৌঁছেনি। সম্প্রতি অমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাড়তে শুরু করেছে।