গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত করেছে ৪টি দেশ

- আপডেট সময় : ০২:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে বাংলাদেশে কেউ আক্রান্ত না হলেও, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত করেছে ৪টি দেশ। দেশগুলো হলো আলজেরিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও কোরেশিয়া।
দুপুরে মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট– আইইডিসিআর-এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরো জানান,করোনা ভাইরাস মোকাবিলায় আইডিসিআর প্রস্তুত রয়েছে। গত ২৪ ঘন্টায় ১ জনসহ মোট ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলো, তাদের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। সিঙ্গাপুরে আক্রান্ত ৫ জনের মধ্যে একজন সুস্থ হয়ে ফিরে গেছেন। আশঙ্কাজনক একজনের অবস্থারো উন্নতি হয়েছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা। উহান থেকে দিল্লীতে আনা ২৩ বাংলাদেশী শিক্ষার্থীরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে বাংলাদেশে ফিরবে বলেও জানান তিনি। আইইডিসিআর পরিচালক জানান, ৭ ধরণের করোনা ভাইরাস রয়েছে। এরমধ্যে নোবেল করোনা ভাইরাস না হলে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।