গেল ২২ বছরে অন্তত ৫’শ মিটার সংকুচিত হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদী

- আপডেট সময় : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গেল ২২ বছরে অন্তত ৫’শ মিটার সংকুচিত হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। অবৈধ দখলদার ও দুষনের কবলে পড়ায় ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে নদীটি। একটি জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ‘কর্ণফুলী নদী ও খাল রক্ষা আন্দোলন’ নামের এক সংগঠন। তাদের দাবি, ২০০০ সালে কর্ণফুলী নদীর প্রস্থ ছিল ৯৩০.৩১ মিটার। বর্তমানে আছে ৪১০ মিটার। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, কর্ণফুলী বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও মেরিন বিশেষজ্ঞ অধ্যাপক নোমান আহমদ সিদ্দিকি’র সমন্বয়ে গেল মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দুই মাস কর্ণফূলী নদীর বাস্তব অবস্থা পর্যালোচনায় এই জরিপ পরিচালিত হয়। প্রতিবেদনে কালুরঘাট সেতু থেকে সাগরের মোহনা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকার গভীরতাসহ বর্তমান অবস্থা তুলে ধরা হয়।