গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার জামালপুরে বোরো আবাদের দিকে ঝুকে পড়েছে কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকুলে থাকায়, গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার জামালপুরে বোরো আবাদের দিকে ঝুকে পড়েছে কৃষক। তবে আশঙ্কা, উৎপাদন খরচ বাড়ায় লোকশান গুণতে হতে পারে তাদের। তবে কৃষি বিভাগের মতে, আমন মৌশুমে দাম ভাল পাওয়ায় লাভবান হবেন চাষীরা।
চলতি মৌসুমে জামালপুরের ৭ টি উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৩শ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বীজতলা করা হয়েছে ৭ হাজার ৫শ’ হেক্টর জমিতে।
“ন্যায্য মূল্য পেতে, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষকরা।”
স্থানীয় কৃষি বিভাগের মতে, সরকার এবার ধানের দাম অধিক নির্ধারন করায় ধান বিক্রি করে বেশ লাভবান হওয়ার পাশাপাশি অন্য ফসল আবাদ করতে পারবে কৃষক।
বোরো ধান আবাদ করে এবং অন্য ফসলোও ন্যায্য দাম পাবে প্রত্যাশা কৃষকদের।





















