গৃহকাজে নারীর শ্রমেরও মূল্যায়ন হওয়া প্রয়োজন : শিক্ষামন্ত্রী
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
গৃহকাজে নারীর শ্রমেরও মূল্যায়ন হওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি। সেই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষের উদ্যোগী ভূমিকার পাশাপাশি সামাজিক প্রতিরোধের উপর জোর দেন তিনি। বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন দিপু মনি ।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা দেয়, জাতীয় দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা দিপু মনি। এসময় শিক্ষামন্ত্রী বলেন, নারী-পুরুষের সম মর্যাদার বিষয়ে সবচেয়ে বেশি উদ্যোগী ছিলেন বঙ্গবন্ধু। আর সেটি বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার।
সমাজের সকল কাজে নারীদের অংশগ্রহণের উপর জোর দেন-বিশেষ অতিথি সেনা পরিবার কল্যাণ সমিতি ও প্রয়াসের প্রধান পৃষ্ঠোপোষক দিলশাদ নাহার আজিজ। অনুষ্ঠানে উইমেন চেম্বারের অব কমার্সের সভাপতি সেলিমা আহমেদ এমপিসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 
																			 
																		



















