গৃহকর্ত্রীকে নির্মম নির্যাতনের পর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা রেখা গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
রাজধানীর মালিবাগে এক গৃহকত্রীকে নির্মম নির্যাতনের পর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা রেখা নামের ওই গৃহকর্মীকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তার কাছ থেকে লুট হওয়া স্বর্নালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় মামলার তদন্তকারী অফিসার এসআই রেজাউল করিম। বুধবার মধ্যরাতে উপজেলার চিকনমাটি গ্রামের মামা কফিল উদ্দিনের বাড়ি থেকে রেখাকে গ্রেফতার করে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশ। ঢাকায় গৃহকত্রীকে মারপিট করার পর গত সোমবার তার মামার বাড়ি আসে রেখা। এরপর ওই রাতেই তাকে ঠাকুরগাঁও থেকে ঢাকায় নেয়া হয়। রেখা জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের আফা হোসেনের মেয়ে।