গুলশানে ফেব্রিক্স মেলার আয়োজন করছে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স
- আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
আন্তজার্তিক বাজারের প্রতিযোগিতার দিকে লক্ষ রেখে দশম বারের মতো ফেব্রিক্স মেলার আয়োজন করছে বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স বাংলাদেশ। গ্রীষ্মকালীন ফ্যাশন বাজার সামনে রেখে কোম্পানিটি ঢাকার গুলশান এভিনিউয়ে নিজস্ব কার্যালয়ে আজ শুরু হয়েছে
৪ দিনব্যাপী এ মেলার। আয়োজকরা জানান, মেলার মাধ্যমে আর্ন্তজাতিক বাজারে বাংলাদেশী ফেব্রিক্স ছড়িয়ে দিতে চান তারা।
আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে মেলায় শতভাগ টেকসই ও পরিবেশবান্ধব কাপড়ের প্রদর্শনী করা হয়েছে । এতে ২০৯টি নতুন ধরনের কাপড়ের ডিজাইনসহ ৪৬টি সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাপড় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ফেব্রিক্স মেলায় দেশ ও বিদেশের এক হাজারের বেশি দর্শনার্থী নিবন্ধন করেছেন। ইউরোপ ও আমেরিকার জনপ্রিয় রিটেইলার ও কাপড়ের ব্র্যান্ড এইচএন্ডএম, আমেরিকান ইগল, এমঅ্যান্ডএস. জারা, রালফ লরেন প্রতিষ্ঠানের ক্রেতা ও ডিজাইনাররা মেলায় আসছেন বলে জানান তারা। প্রতিবারে মতো এবারও নতুন ডিজাইনসহ টেকসই ও পরিবেশবান্ধব কাপড়ের প্রদর্শনী হচ্ছে বলে জানান মেলায় আসা বিদেশি ক্রেতারা।










