গুলশানের হলি আর্টিজানে হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট
- আপডেট সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। আসামীদের মাথায় আইএসের টুপি কিভাবে এলো, তা তদন্ত করা হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর, সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।
২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারীতে হামলায় দুই পুলিশ সদস্য এবং ইতালি ও জাপানী নাগরিকসহ প্রাণ হারান ২২ জন।
সচিবালয়ে এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মাত্র তিন বছরের মাথায় চাঞ্চল্যকর এ মামলার দ্রুত রায় হওয়ায় সন্তুষ্ট সরকার। একজন আসামীর খালাস পাওয়া নিয়ে আইনমন্ত্রী বলেন, রায়ের কপি দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মন্ত্রী বলেন, সারাবিশ্বের কাছে এই রায়টি একটি উদহারণ হয়ে থাকবে। আসামীদের মাথায় আইএসের টুপি কিভাবে এলো, তা তদন্ত করা হবে। আলোচিত মামলাটি হাইকোর্টে পেপারবুক তৈরিতে সরকার সহায়তা করবে বলে জানান তিনি।


















