গুম-খুনের অভিযোগ এনে নতুন করে মাঠ গরমের চেষ্টা বিএনপি’র : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুম,খুনের অভিযোগ এনে নতুন করে মাঠ গরমের চেষ্টা করছে বিএনপি। এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, নিজেরা মানবাধিকার লঙ্ঘন করেও, রেবের সাবেক ও বতর্মান কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অতীতেও বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে,পরবর্তীতে তাদের সংবর্ধনা দিয়েছে দেশটি।
সকালে বাসভবনে থেকে ব্রিফিংয়ে সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অভিযোগ করেন, দলের নেতাকর্মীদের নিজেরাই গুম করে, সরকারের উপর দায় চাপাতে চায় বিএনপি। দাবি, বিচার বিভাগের ওপর নূন্যতম কোনো হস্তক্ষেপ করছে না সরকার।
গণমাধ্যমের স্বাধীনতা নেই, বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন প্রতিদিন বিভিন্ন সংবাদে,টকশোতে সরকারের সমালোচনা করছেন দলটির নেতারা।
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সের নবীন বরন অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ। সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তাসহ রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেছেন,যুক্তরাষ্ট্রের আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে।যুক্তরাষ্ট্রের কাছে অনেকে ভুল তথ্য দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে জঙ্গীবাদ দমনসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার কথা জানান তিনি।