গুমের ঘটনা ধামাচাপা দিতে বাড়ি বাড়ি গিয়ে মুচলেকা নিচ্ছে পুলিশ : রিজভী

- আপডেট সময় : ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গুমের ঘটনা ধামাচাপা দিতে বাড়ি বাড়ি গিয়ে সদস্যদের মুচলেকা নিচ্ছে পুলিশ, জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য-প্রমাণ ও আলামত ধ্বংসে তৎপর। একইসঙ্গে ন্যায়বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির পথে হাঁটতে শুরু করেছে সরকার।
তিনি বলেন, সম্প্রতি রেব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়ায় সরকার দিশেহারা হয়ে গেছে। বিএনপি নেতা রিজভী জানান, ২০১৩ সালে গুমের শিকার রাজধানীর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সুজনের বাড়িতে ১০ জানুয়ারি রাতে যায় পুলিশ। এসময় বাড়ির সদস্যদের পুলিশের হাতে লেখা একটি বক্তব্যে সই করে দিতে চাপ দেয়া হয়। অস্বীকার করলে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। গুম-খুনের ঘটনা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, তাতে কোনো লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী।