গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর অনৈতিক কাজের দায় ব্যবসায়ী সমাজ নেবে না : চট্টগ্রাম চেম্বারের সভাপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর অনৈতিক কাজের দায় ব্যবসায়ী সমাজ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
সকালে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় এই হুশিয়ারি জানান ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।সভায় বাজার স্থিতিশিল রাখতে প্রশাসনের অভিযানে হয়রানীর অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। চেম্বারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনার অনুরোধ করা হয়। বাজার স্বাভাবিক রাখতে মজুদ না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান চেম্বার সভাপতি।





















