গুজব ছড়ানোর অভিযোগে ৬ জনকে জরিমানা

- আপডেট সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা সম্পর্কে মাইক ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে আটককৃতদের ২৫ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। ইউএনও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গৌরনদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমামম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ। এদের মধ্যে ২ ইমাম এবং অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃস্টির অভিযোগে এবং অপর ৩ জনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।