গাড়ির চাপ বাড়তে শুরু করেছে সড়ক-মহাসড়কে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
ঘরমুখো মানুষদের গন্তব্যে পৌঁছাতে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে সড়ক-মহাসড়কে। যানজট এড়াতে ৮৮টি পয়েন্টে তৎপরতা চালাচ্ছে মহানগর ট্রাফিক পুলিশ।
সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও টঙ্গী স্টেশন রোড এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেছে। থেমে থেমে গাড়ি চলায় সৃষ্টি হয়েছে যানজট। যদিও টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় পরিস্থিতি ছিলো স্বাভাবিক। এদিকে কোথাও কোথাও যত্রতত্র ঝুঁকিপূর্ণ থ্রি হুইলারসহ অযাচিত গাড়ির কারণেও গাড়ি চলছে ধীরগতিতে। অধিক চাপ নিয়ন্ত্রণে রাজধানী থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী গাড়ি দুই লেনে চলছে। একইসঙ্গে অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধে চলছে অভিযান।

























