গার্মেন্টসহ সব প্রতিষ্ঠানে মায়েদের জন্য ব্রেষ্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সারাদেশের গার্মেন্টসহ শ্রম মন্ত্রণালয়ের অধীনে থাকা সব প্রতিষ্ঠানগুলোতে মায়েদের জন্য ব্রেষ্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করে আগামী দুই মাসের মধ্যে শ্রম সচিবকে রিপোর্ট দাখিলের নির্দেশও দিয়েছে উচ্চ আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এর আগে গত বছরের ২৭ অক্টোবর এক রিট আবেদনের প্রেক্ষিতে সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিমানবন্দর, বাসস্টেশন, রেলস্টেশন, শপিং মলে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত। ওই আদেশের পর দেশের ছয়টি রেল স্টেশন, বিমানবন্দর, সদরঘাট নৌ বন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়।