গাজীপুর সরকার মোড় এলাকায় বৃষ্টি নেই তবুও হাঁটু পানি
- আপডেট সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
বৃষ্টি নেই তবুও হাঁটু পানি। এমন অবস্থা, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সরকার মোড় এলাকায়। ড্রেনেজ ব্যবস্থার অভাবে বছরের পর বছর এমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। সমস্যা-সমধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যাই জলাবদ্ধতা। এই ওয়ার্ডের অনেক রাস্তায় নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে, বৃষ্টি তো দূরের কথা, শুকনো মৌসুমেও বাসাবাড়ি ও শিল্পকারখানার বর্জ্যমিশ্রিত পানি সারা বছর জমে থাকে সড়কে। সরকার মোড় এলাকার এই রাস্তাটি দেখলেই বোঝা যায়
সড়কে জলাবদ্ধতার জন্য বৃষ্টির দরকার নেই।
এলাকাবাসীর অভিযোগ, পূর্বের ছোট ড্রেন রেখেই নির্মাণ হয়েছে নতুন ও বড় ড্রেন। ফলে, বাসাবাড়ি ও কারখানার পানি ড্রেনে না ঢুকে চেলে আসে রাস্তায়। তাই, অলিগলি সর্বত্রই নোংরা পানি। নর্দমার দুর্গন্ধে অসহ্য হয়ে উঠছে পরিবেশ।
জলাবদ্ধ রাস্তায় সবচেয়ে বিপাকে পড়েছেন গাড়িচালকরা। নোংরা পানিতে চলতে গিয়ে বিকল হচ্ছে গাড়ির ইঞ্জিন। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
দুর্ভোগের শিকার ব্যবসায়ীরাও। দোকানের সামনে বছরের পর বছর পানি জমে থাকায় কমে গেছে ক্রেতা, কমে গেছে বিক্রি। শুধু, বেড়েই চলছে লোকসানের হিসাব।
এদিকে, সিটি কর্পোরেশন জানিয়েছে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বছরের পর বছর এমন জলাবদ্ধতা শুধু পরিবেশ নয়, ক্ষতিগ্রস্ত করছে মানুষের জীবনযাত্রা। বিরুপ প্রভাব পড়ছে ব্যবসা-বানিজ্যে। স্থানীয়রা জানায়, দ্রুত সমাধান না হলে, মানুষের দূর্ভোগ বাড়বেই।














