গাজীপুরে ৩ জনের মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
 - / ১৫৫৯ বার পড়া হয়েছে
 
গাজীপুরের কাশিমপুরের সোনালীপল্লী এলাকায় স্ত্রী -কন্যাকে বিষ খাইয়ে স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারনা করছে, নিহত মোশারফ হোসেন মাদকাসক্ত ছিলো। পারিবারিক কলহের পরে রোববার রাতে সে স্ত্রী দুই মাস বয়সী মেয়ে কিট নাশক খাইয়ে হত্যা করে এবং পরে সে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
																			
																		














