গাজীপুর ও বাগেরহাটে প্রতিবাদ মিছিলের চেষ্টাকালে গ্রেফতার ৬ জন
- আপডেট সময় : ০৫:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে মিছিলের প্রস্তুতির সময় উপজেলা হেফাজতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধংসাত্মক কার্যক্রম চালাতে পারে- এমন তথ্যের ভিত্তিতে গেল রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩৫/৪০ জন অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে আহত হন তিন পুলিশ সদস্য। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে এবং ঘটনাস্থল থেকে কালিয়াকৈর উপজেলা হেফাজতের আমির এমদাদসহ তিনজনকে গ্রেফতার করে।
বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবিরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে মিছিল করার জন্য বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জড় হচ্ছিল হাসপাতাল মোড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘবদ্ধ হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের উপর হামলা করে।
























