গাজীপুরে পুলিশের কনস্টেবল পদে একশ টাকা চালানের মাধ্যমে ৭১ জনকে নিয়োগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গাজীপুরে পুলিশের কনস্টেবল পদে মাত্র একশ টাকা চালানের মাধ্যমে ৭১ জনকে চুড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়েছে।
পরবর্তীতে ১৯৮ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিলে বিভিন্ন কোটায় ৭১ জনকে চুড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়। মাত্র ১শ’ টাকা চালানের মাধ্যমে চাকরির জন্য নির্বাচিত করায় আবেগাপ্লুত হেয় পড়েন নিয়োগপ্রাপ্ত ও তাদের অভিভাবকরা। স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আগামীতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান, পুলিশ সুপার। নির্বাচিতদের দ্রুত ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।