গাজীপুরে ডাকাতির ঘটনায় জড়িত ৯ জন গ্রেফতার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গাজীপুরের বেগমপুর এলাকার রাজশাহী মার্কেটে ডাকাতির ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। গত ১৬ মে রাতে গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাত দল ওই মার্কেটের নৈশপ্রহরীকে বেঁধে রেখে বিভিন্ন দোকান থেকে নগদ ৪ লাখ ৯৪ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, ২৯০ ভরি রূপা ও ২৩টি বিভিন্ন মডেলের মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতিতে ব্যবহৃত একটি পিকাপ গাড়ি জব্ধ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।

 
																			 
																		






















