গাজীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ফারুক নামে এক রোগী মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
গাজীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফারুক নামে এক রোগী গেল রাতে মারা গেছেন।
রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা। টাঙ্গাইলের দেলদুয়ার এলাকার দুলাল মিয়ার ছেলে ফারুক গত ক’দিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গে ভুগছিলেন। শ্বাসকষ্ট শুরু হলে রাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।