গাজীপুরে ঐতিহ্যবাহী মাণিক্য মাধবের রথযাত্রা স্বল্প পরিসরে অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মাণিক্য মাধবের রথযাত্রা স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে।
করোনোর কারণে স্বল্প পরিসরে সকালে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি থেকে রথটানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এর আগে মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজগৃহ থেকে শ্বশুরবাড়ি যাত্রা করেন। দেড়শো বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।