গাজীপুরে অটোরিকশা-হকারদের দখলে ইউটার্নগুলো

- আপডেট সময় : ০৪:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১৫৩১ বার পড়া হয়েছে
গাজীপুরে মহাসড়কের গুরুত্বপূর্ণ ইউটার্নগুলো অটোরিকশা, ট্রাক, কভার্ডভ্যান ও হকারদের দখলে। এতে, সবসময় লেগে থাকে যানজট। ফলে, ভোগান্তিতে পড়েন পথচারী ও পরিবহন চালকরা। নিজেদের নিরাপত্তা বিবেচনায় এসব গুরুত্বপূর্ন স্থানে পার্কিং করেন চালকরা। তবে, কোন ইউটার্নেই দোকানপাট বা অটোরিক্সা নেই বলে দাবি জিএমপি ট্রাফিক বিভাগের।
এ চিত্র গাজীপুরের ব্যাস্ততম চান্দনা চৌরাস্তার পুলিশ বক্সের সামনে। জয়দেবপুর যাওয়ার পথও এখান থেকেই। ফ্লাইওভারের নিচে গাড়ি ইউটার্ন ও পথচারী পারাপারের জায়গাও অটোরিক্সার দখলে। এতে পথচারি, পারিবহন ও যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
এমন দৃশ্য শুধু চৌরাস্তায় নয়। গাজীপুরের নাওজোড় বাইপাস, কোনাবাড়িসহ সব ইউটার্নেই একই অবস্থা। এসব ইউটার্নে দোকানপাট, অটোরিকশা, ট্রাক, কভার্ডভ্যান রাখায় বড় ধরনের দুর্ঘটনার শংকা পথচারীদের।
চালকরা জানান, ছিনতাই এড়াতে ফ্লাইওভারের নিচে বা জনবহুল ইউটার্নে গাড়ি রাখেন তারা।
ক্যামেরার সামনে কথা না বললেও জিএমপি ট্রাফিক বিভাগের দাবি, কোন ইউটার্নে নেই দোকানপাট বা অটোরিক্সা।
অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও ইউটার্নগুলো দখল মুক্ত করার দাবি সবার।