গাজীপুরের মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা

- আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
গাজীপুরের মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে যানজট। মহাসড়কের যেসব অংশে রিকশার জন্য আলাদা লেন করা হয়েছে তা চলে গেছে অবৈধ দখলদারদের দখলে। আর দখলদাররা বলছে ম্যানেজ করেই চলছে ব্যবসা। ফলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন গাজীপুরের সাধারণ মানুষ। অবৈধ ব্যাটারি রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে দাবি- পুলিশ প্রশাসনের।
গাজীপুরে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা সিলেটসহ তিনটি বড় মহাসড়ক রয়েছে। সরকারের সিদ্ধান্ত মহাসড়ক ও সিটি করপোরেশন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না। কিন্ত এ সিদ্ধন্ত না মেনে মহাসড়কে বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে কয়েক লাখ ব্যাটারি চালিত রিকশা।
অপরদিকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশকিছু এলাকায় মহাসড়কে রিকশা চলাচলের জন্য আলাদা লেন করা হয়েছে। পথচারীদের ব্যবহারের জন্য করা হয়েছে ফুটপাত। কিন্ত এসব স্থানে দোকান বসিয়ে দিব্যি ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেনীর মানুষ। এতে মারাত্মক বিড়ম্বনা পোহাচ্ছেন রুট ব্যবহারকারী যাত্রীরা।
অবৈধ ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও মাইকিং করা হচ্ছে বলে জানান গাজীপুর মেট্রো পলিটনের উপকমিশনার। মহাসড়কের ফুটপাত ও পায়ে চালানো রিকশা লেন পুনরুদ্ধারের কার্যকর পদক্ষেপ চান ভোক্তভোগীরা।