গাজীপুরের চন্দনায় খুঁড়ে রাখা ড্রেন এখন আতঙ্কের নাম
- আপডেট সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
গাজীপুরের ব্যস্ততম এলাকা চন্দনা। সেখানে চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা ড্রেন এখন আতঙ্কের নাম। প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ব্যবসায়ীদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে, দ্রুত সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের।
এটি গাজীপুরের অন্যতম চন্দনার ব্যস্ত সড়ক।এই সড়কের ময়মনসিংহগামী অংশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে খুঁড়ে রাখা হয়েছে ড্রেন। গেলো ছয় মাস আগে পানি নিষ্কাশনের উদ্দেশ্যে সিটি কর্পোরেশন ড্রেন খনন কাজ শুরু করলেও এখনো তা সম্পন্ন হয়নি। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী পথচারী, যানবাহন চালক ও দোকান মালিকরা পড়েছেন চরম ভোগান্তিতে। পথচারীরাও বলছেন, রাতে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে হচ্ছে।
চলাচলের বিকল্প না থাকায় দোকান মালিকেরা নিজেরাই বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী মাচা তৈরি করে দিয়েছেন। তবে অনেক জায়গায় ড্রেন খোলা থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা কমে যাওয়ায় প্রতিদিনই গুনতে হচ্ছে লোকসান।
সিটি কর্পোরেশন বলছে, খুব দ্রুতই ড্রেনের কাজ শেষ করে রাস্তা স্বাভাবিক করা হবে।
ছয় মাস ধরে খুঁড়ে রাখা এই ড্রেন দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।




















