গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে

- আপডেট সময় : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৩ বার পড়া হয়েছে
গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের ছিটমহল গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। তবে গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে, কারণ ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের দেহাবশেষ আটকা পড়ে আছে- যা উদ্ধার করা যায়নি।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ আলা আল-সাওয়ালহিও রয়েছেন। এদের অধিকাংশই নিহত হন গাজা সিটিতে। সর্বশেষ এই নিহতের সংখ্যা যোগ হওয়ার মধ্য দিয়েই দুই বছরের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার পেরিয়ে গেছে। অপরদিকে, ইসরায়েলি হামলার মুখে প্রতিদিন গাজা সিটি ছেড়ে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। ব্যাপক আক্রমণের মধ্য দিয়ে বেসামরিক বাসিন্দাদের শহর ছাড়া করে হামাস যোদ্ধাদের মুখোমুখি হতে চায় ইসরায়েলী বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শহর ছাড়তে থাকা গাজা সিটির ফিলিস্তিনিদের জন্য তারা ৪৮ ঘণ্টার জন্য আরেকটি বহির্গমন রুট খুলেছে। এরই মধ্যে প্রায় ৪০ শতাংশ বা চার লাখ ফিলিস্তিনী শহর ছেড়ে গেছে।