গাইবান্ধা ৩ শূন্য আসনে উপ-নির্বাচন অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ন হবে: কবিতা খানম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আগামী ২১ মার্চের একাদশ জাতীয় সংসদের ৩১ গাইবান্ধা ৩ শূন্য আসনে উপ-নির্বাচন অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ন হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম কবিতা খানম চৌধুরি।
কোন অপশক্তি প্রশ্রয় না পায় যে জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দ্দেশ দেন। তিনি বলেন, সকলের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দেবেন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ম্যাজিট্রেটের নেতৃত্বে রেব, বিজিবি মোতায়েন করা হবে। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ট রাখতে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গণও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। তিনি আরোও বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সাংবিধানিক ভাবে বাধ্যকতা রয়েছে। স্ব-স্ব দায়িত্ব পালনের মধ্য দিয়ে এ নির্বাচন করতে হবে। তাই সম্মিলিত ভাবে কাজ করলে নির্বাচনী পরিবেশ সুষ্ট থাকবে। তাই গনতন্ত্র সম্বনূত রাখতে সুষ্ট নির্বাচনের কোন বিকল্প নেই।