গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, বাড়ছে গণসংযোগ ও প্রচারণা

- আপডেট সময় : ১০:৪৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, বাড়ছে গণসংযোগ ও প্রচারণা। ভোটারদের মন জয় করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রার্থীরা। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান এলাকাবাসী। গাইবান্ধা থেকে কায়ছার প্লাবনের প্রতিবেদন।
আগামী ২১ মার্চ, গাইবান্ধা-৩ : সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের উপ-নির্বাচন। জাতীয় সংসদের এ আসনে বিএনপির অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, আওয়ামী লীগের উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টির ময়নুল রাব্বী চৌধুরী ও জাসদের খাদেমুল ইসলাম খুদি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সাধারণ জনগণ এবারো নৌকাই বেছে নেবেন বলে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী।
এদিকে সুষ্ঠু ভোট হলে ধানের শীষের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী। তরুণ নেতৃত্বের পাশাপাশি ইউপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থাকাকালে এলাকায় যে উন্নয়ন করেছেন তাতে জয়ের ব্যাপারে আশাবাদী জাসদ প্রার্থীও।
এদিকে, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। তবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও রয়েছে সংশয়।
ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। গেল ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়।