গাইবান্ধা, সাতক্ষীরা, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে পাঁচজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
গাইবান্ধা, সাতক্ষীরা, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধা সদরে মাসুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, দু’দিন আগে নিখোঁজ হন মাসুদ। ভোরে নামাজ শেষে কুমারপাড়া বাজারের পিছনে একটি পুকুরে ঐ যুবকের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সাতক্ষীরার ঝিটকায় ধান ক্ষেত থেকে হৃদয় মন্ডল নামে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৪ জনকে আটক করেছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুড়ি পোতাজিয়ার চড়াচিথুলিয়া রিং বাঁধের উত্তরে বড়াল নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মরদেহ পঁচে যাওয়ায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
























