গাইবান্ধায় ২৫০টি পরিবারের জন্য নির্মিত হচ্ছে আশ্রয়ন কেন্দ্র
- আপডেট সময় : ০৫:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ভিটেমাটি নাই, নাই ঘর-বাড়ী। গাইবান্ধায় এমন ২৫০টি পরিবারের জন্য নির্মিত হচ্ছে আশ্রয়ন কেন্দ্র।
শুধু তাই নয়, থাকছে তাদের জন্য কর্মসংস্থানও। ইতোমধ্যেই ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
ঘরগুলো চলতি মাসেই সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে গাইবান্ধা- সাঘাটা সড়ক ত্রিমোহনী এলাকায় ৫ একর ৫ শতক জায়গা ক্রয় করে সরকার। আর সেখানে নির্মিত হচ্ছে ২৫০ পরিবারের বাসস্থান। প্রতিটি ঘর নির্মানে ব্যয় করা হচ্ছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এই প্রকল্পে থাকছে মসজিদ ও মাছ চাষের জন্য পুকুর। জেলা প্রশাসনের সঠিক তদারকির কারনে খুব অল্প সময়ের মধ্য ঘরগুলোর কাজ প্রায় শেষের দিকে।
ইতোমধ্য নির্বাচনও করা হয়েছে সুবিধা বঞ্চিতদের। তাদের প্রতোকের নামে দলিল করে বুঝিয়ে দেওয়া হবে।
একজন মানুষও ভুমিহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই অঙ্গিগারকে বাস্তবায়ন করতে জুলাই মাসের মধ্যে এসব ঘর হস্তান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক।
ভুমিহীনরা দ্রুত তাদের বাসস্থানে উঠবে এমনটাই প্রত্যাশা সবার।




















