গাইবান্ধায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে নিখোঁজের ৬ দিন পর উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় সোনালী ব্যাংক পলাশবাড়ি শাখার এক কর্মকর্তাকে নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানান। পুলিশ জানায়, পলাশবাড়িতে কর্মরত সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ আবু সুফিয়ানের বিয়ের দিন ছিলো গত ২৫ জুন। বিয়ের কেনাকাটার কথা বলে তিনি ২৪ জুন পাশের উপজেলা গোবিন্দগঞ্জ যান। রাত সাড়ে ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পান পরিবারের লোকজন। খোঁজাখুজির পর পরদিন তারা পুলিশে অভিযোগ দেন। পুলিশ মাঠে নেমে পাঁচদিন খোঁজার পর বুধবার তাকে ঢাকার আদাবর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করে।