গাইবান্ধায় শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

- আপডেট সময় : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ১১ নভেম্বর সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নিবার্চনকে ঘিরে দিন-রাত দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। পোষ্টার, ফেষ্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। এদিকে কুষ্টিয়ায় বিএনপি নির্বাচনে না থাকায়, মুখোমুখি আওয়ামী লীগ ও জাসদ প্রার্থীরা।
গাইবান্ধায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন নিবাচর্ন কমিশন। আর মাত্র কয়েকদিন পর নিবার্চন। তাই দম ফেলার সময় নেই প্রার্থীদের। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচিত হলে মাদক মুক্ত সমাজসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথা জানান প্রার্থীরা।
এদিকে, নির্বাচনকে ঘিরে কয়েকস্থরের নিরাপত্তাসহ নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা নিবার্চন কর্মকতা।
কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামীলীগ-জাসদ-বিদ্রোহী প্রার্থীরা পরস্পরের মুখোমুখি।
মিরপুর উপজেলার ইউপি নির্বাচনে ৪৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে ১১ জন আওয়ামীলীগের, ১০ জন বিদ্রোহী প্রার্থী এবং জাসদের ১০ জন রয়েছেন।
একটি ইউনিয়নে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সকল কার্য সম্পন্ন করা হয়েছে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
নির্বাচনে সাধারণ ভোটারদের আগ্রহ এখন নেই বললেই চলে।