গাইবান্ধায় মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় স্থানীয় নির্বাচনকে ঘিরে নির্দোষ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দুপুরে শহরের ডিবি রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক অধিকার নামে একটি সংগঠন। এতে অভিযোগ করা হয়, ২০২১ সালে পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে ভোট গণনাকে কেন্দ্র করে কিছু সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়। দ্রুত প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের নাম চার্জশীটে অন্তর্ভূক্তের দাবী জানান তারা।
কুড়িগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান গেজেটে অন্তর্ভূক্তকরণ, বৈষম্য বিরোধী আইন-২০২২ পাস, জাতীয় সংসদে ৫টি কোটা সংরক্ষণসহ ১১দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা রবিদাস ফোরাম। দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সভাপতি মতিলাল রবিদাস, সহ-সভাপতি ভোলারাম রবিদাসসহ আরো অনেকে।