গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যার প্রতিবাদে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপরে গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড়ে স্থানীয়দের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এই হত্যাকাণ্ডর জন্য গাইবান্ধা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার ফাঁসির দাবী জানান স্থানীয়রা। থানা থেকে ব্যবসায়ী হাসান আলীকে মাসুদ রানার হেফাজতে তুলে দেয়ায় থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান ও তদন্ত অফিসার মজিবুর রহমানকে বরখাস্ত করার দাবীও করেন তারা। সুদের টাকা দিতে না পাড়ায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা নিহত হাসান আলীকে অপরহন করে নিজ বাসায় রেখে নির্যাতন করে হত্যা করে। পরে গাইবান্ধা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।