গাইবান্ধায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
‘দাম কমাও,জান বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেছে কমিউনিস্ট পার্টি।
দুপুরে জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,সিপিবি নারী জেলা শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষ,সাধারণ সম্পাদক মিতা হাসানসহ আরো অনেকেই।বক্তারা অবিলম্বে চাল ,ডাল,তেল,চিনি,পানি, গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান ।










