গাইবান্ধায় ত্রিমোহনী রেলস্টেশন বন্ধ করে দেয়ায় শহরগামী যাত্রীদের দুর্ভোগ চরমে

- আপডেট সময় : ০২:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ত্রিমোহনী রেলস্টেশন বন্ধ করে দেয়ায় শহরগামী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বালাসীঘাট ও বাহাদুরাঘাটের রেলযোগাযোগ বন্ধের পর থেকে ১০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে এখন পড়তে হচ্ছে নানা সমস্যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অন্যদিকে, স্টেশনে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে রেলের মূল্যবান যন্ত্রাংশ।
বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল শুরু হওয়ার পর জনবলের অভাবসহ নানা অজুহাতে বালাসীঘাট ও বাহাদুরাঘাটের মধ্যে রেলফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর ২০১৬ সালের মার্চে ত্রিমোহিনী রেল জংশনটিও বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। সেই থেকে অরক্ষিত অবস্থায় পড়ে আছে স্টেশন। খোয়া যাচ্ছে কোটি টাকা মূল্যের রেলসহ স্টেশনের বিভিন্ন জিনিসপত্র। এছাড়া পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্টাফ কোয়ার্টারও।
এদিকে, স্টেশনটি চালু করার ব্যাপারে সব ধরনের সহযোগীতার কথা জানালেন জেলা প্রশাসক। প্রান্তিক মানুষের সুবিধার্থে তিরমোহনী রেলস্টেশনটি আবারো চালুর দাবি স্থানীয়দের।