গাইবান্ধায় একই রশিতে দুই বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনাটি আত্মহত্যা নয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে একই রশিতে দুই বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনাটি আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে জানিয়েছেন- গাইবান্ধা জেলা পিবিআই’র পুলিশ সুপার।
দুপুরে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হত্যাকান্ডের কথা জানান তিনি। বলেন, একই রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর নিহত মৃনাল কান্তি দাস ও সুমন কান্তি দাসের বন্ধু প্রদীপ চন্দ্র দাসকে আটক করা হয়। সে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে ডেকে এনে শ্বাসরুদ্ধ করে দুই বন্ধুকে হত্যা করে ঝুলিয়ে রাখে প্রদীপসহ তার ৫ বন্ধু। ঘটনা আড়াল করতে মরদেহের পাশে তোয়াল, ছবি ও ব্যাগ রেখে যায় তারা।























