গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্পশক সেলিনা বেগমকে বদলী করা হয়েছে

- আপডেট সময় : ০৬:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি না করায় রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত পরিদর্শিকা সেলিনা বেগমকে বদলী করা হয়েছে। জেলার মা ও শিশু সদন থেকে খোলাহাটী মা ও শিশু সদন কেন্দ্রে বদলি করা হয়েছে তাকে।
সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরদিন জেলা কনসালন্টেট ডাঃ ফারুক আজম নুরকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়াও অধিদপ্তরের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। সকালে জেলা কমিটি প্রতিবেদন দাখিল করে। গত ১২ আগষ্ট রাতে প্রসব বেদনা নিয়ে গাইবান্ধা সাঘাট উপজেলার বোনার থেকে জেমি আক্তার নামে এক অন্তসত্তা নারী আসেন মা ও শিশু কেন্দ্রে। কিন্তু চিকিৎসা না দিয়ে উল্টো খারাপ আচরণ করে তাকে বের করে দেয় কর্তৃপক্ষ। পরে রাস্তায় পরিত্যক্ত একটি ঘরে সন্তান প্রসব করেন এ প্রসূতি মা।