গাইবান্ধায় বন্যার সময় বেড়ে গেছে চুরি-ডাকাতি

- আপডেট সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধার নদীবেষ্টিত তিন উপজেলায় প্রতিবছরের মতো বন্যার সময় বেড়ে গেছে চুরি-ডাকাতির ঘটনা। ফলে প্রত্যন্ত চরাঞ্চলে মানুষ গবাদি পশু রক্ষায় বিপাকে পড়েন। কারণ গভীর রাতে ট্রলারে করে ডাকাত দল হামলা চালিয়ে লুট করে নিয়ে যায় গবাদি পশু।
গাইবান্ধা ফুলছড়ি উপজেলা থেকে নৌকায় ৫০মিনিটের পথ গজারিয়ার চর। ঘড়ির কাটায় তখন রাত্র ১২টায় ।বাড়ির উঠানে রড়ের লাঠি হাতে নিয়ে গবাদি পশু পাহায় ব্যস্ত গ্রহস্থ নুরু মিয়া। গতবছর বন্যায় ডাকাত দল তার বাড়ি থেকে পাচটি গরু লুটে নিয়ে যায়। শেষ সম্বল রক্ষায় নিজেও পরিবারের লোকজন সাথে নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।
শুধু নুরু মিয়া নয় । এই গ্রামের অধিকাংশ মানুষ রাত জেগে নিজেদের গবাদী পশু ডাকাতি ও চুরি ঠেকাতে একত্রে হয়ে বিভিন্ন জায়গায় এভাবেই পাহারা বসিয়েছেন। বাহির থেকে নৌকা শব্দ শুনলেই লাইট দিয়ে আওয়াজ করে জানান দিচ্ছেন নিজেদের অবস্থান ।
এদিকে নৌপথে টহল বাড়ানোসহ বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনা কথা বলছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ।
তিন উপজেলায় সড়ক পথে চেকপোষ্ট ও নৌপথে পুলিশী নজরদারি পাশাপাশি কয়েকস্থরের নিরাপাত্তার কথা জানান পুলিশ সুপার ।
জেলায় ১শ’ ৬৫চরও দ্বীপচর রয়েছে।