গাইবান্ধায় ঘাতক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া
- আপডেট সময় : ০৭:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় অনলাইন জুয়া ঘাতক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। নারী, পুরুষ, শিক্ষার্থী, শিশু কিশোরসহ নানা বয়সী ও শ্রেণী-পেশার মানুষ জুয়ায় নিস্ব হয়ে এলাকা ছেড়েছেন। অনেকে বেছে নিয়েছেন আত্নহত্যার পথ। ঘটছে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা। তবুও থেমে নেই অন লাইন জুয়া। এদিকে অনলাইন জুয়া চারিদিকে ছড়িয়ে পড়ার কথা স্বীকার করে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা পুলিশ।
হারুন মিয়া দিন মজুরের কাজ করেন একটি ওয়ার্কশপে। প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত ষ্টিলের আসবাব তৈরী করে পান ৬ থেকে ৭’শ টাকা। স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ভালোই চলছিলো তার সংসার। নিজের অজান্তেই জড়িয়ে পড়েন অন লাইন জুয়ার নেশায়। সহায় সঞ্চয়,গরু,বাছুর, জমি হারিয়ে ঋণে জড়িয়ে পড়েন তিনি। তবুও বেরিয়ে আসতে পারেননি।
শুধু হারুন মিয়া নয় এমন অসংখ্য দিন মজুর নিম্ন আয়ের মানুষগুলোও অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছেন । কিন্তু কেউ বেরিয়ে আসতে পারছেন না লোভ লালসার জুয়া থেকে।
শুধু আত্নহত্যাই নয় সহপাঠির হাতে খুন, সহযোগীর হাতে খুন এমনকি বন্ধুর হাতে বন্ধু খুনের নে-পথ্যে এই অনলাইন জুয়া। মারাত্বক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে অনলাইন জুয়া। অনলাইন জুয়ার সাইড ইধধুর ৩৬৫ এর চিহ্নিত মূলহোতা-ডিলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের আরিফুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
এদিকে গোয়েন্দা নজরদারীতে আছেন অনলাইন জুয়ার ডিলাররা এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা।























