গলা টিপে কাউকে মেরে ফেলা হচ্ছে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়াকে সরকার গলা টিপে মেরে ফেলছে না। তাই, দায় নেয়ার কথা আসতে পারে না। ঢাকায় এক অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন করে সড়ক পরিবহন মালিক সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি।
গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবির বিষয়েও কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সভায় সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।