গর্ভবতি মা এবং শিশুদের পাশে বাংলাদেশ সেনাবহিনী
- আপডেট সময় : ০৬:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ উপলক্ষে গর্ভবতি মা এবং শিশুদের চিকিৎসাসহ খাদ্য সতায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবহিনী । ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি।
সকালে দিনাজপুর বিরল,শহরের চাউলিয়াপট্টি ও বাংলা স্কুলে মা-শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান ও এতিমদের খাদ্য সহায়তা দেয়া অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,যতদিন প্রয়োজন হবে সেনাবহিনী সরকারকে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। তিনি বিরলে ফোরহর্স এবং ৪৫ ফিল্ড এম্বুলেন্স এর যৌথ ব্যবস্থাপনায় প্রায় ৩ শতাধিক গর্ভবতী মা এবং ১৫০ জন দুঃস্থ মহিলাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়া শহরের চাউলিয়া পট্টি এলাকায় ১২০ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া বাংলা স্কুল মাঠে মা-শিশুদের চিকিৎসা ও ওষধ প্রদান করা হয়। করোনার নমুনা সংগ্রহ করাসহ প্রায় কয়েকশ দুঃস্থ মহিলার মাঝে খাদ্য সমাগ্রি বিতরণ করা হয়।



















